সুলতানের পুত্র
- রূপান্তর : সোনিয়া হুসাইন
- ০৩ আগস্ট ২০২৪, ০০:০০
নয়.
যে ঘরে তোমার যাওয়ার ইচ্ছে জাগে, সে ঘরেই চলে যাবে। কিন্তু সাবধান, কোনো কিছু নিজের নিয়ন্ত্রণে নেবার চেষ্টা করো না এখনো। তা হলে হিতে বিপরীত ফল ঘটে যেতে পারে। জাদুকর ম্যাকাউই বললেন, ছয় মাস পর ঠিক আজকের দিনেই আমি ফিরে আসব। ততদিন অপেক্ষা করো। আমি এসে তোমাকে গুপ্তবিদ্যার শিক্ষা দিতে থাকব।
চলে গেলেন জাদুকর ম্যাকাউই। খেজানা একা হয়ে গেল। এত বড় এক ডেরা। চারিদিকে শুধু রহস্যময় আবহ। কোথাও শঙ্খ ধ্বনির মতো সুর বেজে ওঠে। আবার কখনোবা বাদুরের চিঁ চিঁ শব্দ। কোথাও পেঁচার ভয়ঙ্কর দৃষ্টি, আবার কোথাও কুয়াশার মতো ধোয়া। খেজানা ভাবতে লাগল। এ কি দেখছি আমি! একই লোকের দু’টি ভিন্ন চেহারা, দু’টি ভিন্ন রূপ। এতকাল এই বৃদ্ধ লোকটিকে বড় এক পন্ডিত ও জ্ঞানী বলেই দেখে এসেছি। অনেক কিছুই শিখতে পেরেছি আমরা তার কাছ থেকে। কিন্তু এখন কী দেখছি? এ যে ভিন্ন আরেক জগতের মানুষ। এমন নিকষ্ট গুপ্তবিদ্যার চর্চা করেন তিনি!
খেজানা তার হাতের চাবির খোছা পরখ করে দেখতে লাগল। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা