চাঁদের ইতিকথা
- ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর
- ২৮ জুলাই ২০২৪, ০০:০৫
(গত দিনের পর)
একটি গোলাপ হাতে নিয়ে চি-নিও’র সামনে গিয়ে দাঁড়াও। বাড়িয়ে দাও সেই গোলাপ তার দিকে।
গোলাপের এমন পরামর্শে চাঁদের বুকে সাহস ফিরে আসে। সেই সাহসে ভর করে সে বড় একটি ফুটন্ত গোলাপ তুলে নেয় হাতে। তারপর এগিয়ে যায় সে ‘চি-নিও’র সামনে।
রাতের শেষ প্রহর! চারদিকে নিস্তব্ধ নীরবতা। কোথাও এতটুকু কোলাহল নেই। এমন সময় সুন্দর একটি ফুটন্ত গোলাপ হাতে দাঁড়ানো চাঁদকে দেখে ভারি অবাক হয় ‘চি-নিও’। বিস্ময়ে তাকিয়ে থাকে সে চাঁদের দিকে। চোখের পলক ফেলতেও ভুলে যায় রাজকুমারী। ভাবে, এই নিঝুম রাতে এ কে এলো বাগানে তার!
গোলাপ কলিটি হাতে পেয়ে ‘চি-নিও’র কাজল কালো চোখে অণুরাগ ফুটে ওঠে। সেই অণুরাগের দৃষ্টিতে সিক্ত হয় চাঁদ। সিক্ত হয় চাঁদের পাথুরে শরীর। ধীরে ধীরে চাঁদের চেহারায় পরিবর্তন আসে। রূপান্তর হতে থাকে সে সুন্দরে। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা