১৮ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩০, ১৪ রবিউস সানি ১৪৪৬
`
চী নে র লো ক কা হি নী

চাঁদের ইতিকথা

-

(গত দিনের পর)
গোলাপ বলে- গোলাপ বাগানে এসে এমন কথা ভাবতে নেই, বন্ধু। এতে গোলাপকেও অপমান করা হয়। এখনি তুমি একটি গোলাপ কলি তুলে নাও হাতে। তারপর এগিয়ে দাও সেটি ‘চি-নিও’র সামনে। দেখবে কী অবাক-ই না হয় চি-নিও! মন্ত্রমুগ্ধ চোখে তাকিয়ে থাকবে সে তোমার দিকে।
গোলাপ আরো বলে- শুনো বলি কুৎসিত চঁাঁদ, ‘চি-নিও’ কিন্তু সাধারণ কোনো মেয়ে নয়। সে স্বর্গ থেকে নেমে আসা অপ্সরা। সে তার আবেগী মন নিয়ে যার দিকে একবার তাকাবে, সে আর অসুন্দর থাকে না। তার দিলের ভেতর থেকে ফোয়ারার মতো সৌন্দর্য বিচ্ছুরিত হয়। ছড়িয়ে পড়ে তারা সারা গায়। এরপর সুন্দর থেকে সুন্দর, আরো সুন্দর হয়ে ওঠে সে। তার চেহারা ঝলকিত হয়। আলোর দ্যুতি বিচ্ছুরিত হয়। শরীর থেকে ঝরে পড়ে জোছনা। ‘চি-নিও’র চোখের আলোয়াত হলে তুমি আলোকিত হবে, আরো উজ্জ্বল হয়ে উঠবে। যাও, তুমি তাড়াতাড়ি যাও। (চলবে)

 


আরো সংবাদ



premium cement