২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
গল্পকথা

সুলতানের পুত্র

-

পাঁচ.
তবে কাউকেই তিনি ধ্যান বা গুপ্তবিদ্যা শিখান না।
এই জাদুকরের বাহ্যিক পাণ্ডিত্য রূপের বিপরীতে আরো একটি রূপ আছে। সেটি বড় কুৎসিত ও ভয়ঙ্কর। অবশ্য এই কুৎসিত রূপ তার এই উনগুজা দ্বীপ অঞ্চলের মানুষেরা কেউ জানে না। তারা এমন এক পণ্ডিতের কুৎসিত রূপ থাকতে পারে একথা ভাবতেও পারে না।
উনগুজা দ্বীপের বিদ্যাপীঠে এনে সুলতানের তিন পুত্রকে তিনি রাতদিন গণিত, বিজ্ঞান, রসায়ন, সমাজনীতি, দর্শন ও ইতিহাস শিক্ষা দিতে লাগলেন। এভাবে এক বছর যায়, দুই বছর যায়, তিন বছর চলে যায়। শিখানের যেন শেষ নেই তার। পাঁচ পাঁচটি বছর বিভিন্ন শাস্ত্রে পারদর্শী করে তিলে তিলে তিনি শিক্ষিত করে তুললেন সুলতানের তিন পুত্রকে। অবশেষে একদিন তিনি সুলতানের কাছে নিয়ে গেলেন তাদেরকে। বললেন, এই নিন হে রাজন। আপনার তিন পুত্র বিদ্যাবুদ্ধি ও জ্ঞানে দেশের সেরা পাণ্ডিত্য আর্জন করেছে। আপনি তাদের পাণ্ডিত্যের পরীক্ষা নিন।
সুলতান তো মহাখুশি। এতদিন পর তার তিন পুত্রকে ফিরে পেলেন তিনি। শুধু ফিরেই পেলেন না, জ্ঞান গরিমায় অনেক উঁচু মানের মানুষ হয়ে ফিরে এসেছে তারা।
(চলবে)


আরো সংবাদ



premium cement