০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`
চী নে র লো ক কা হি নী

চাঁদের ইতিকথা

-

(গত দিনের পর)
সম্বিত ফিরে পায় চাঁদ। এতক্ষণ বিমুগ্ধ চোখে সে রাজকুমারীকেই দেখছিল। আশপাশের কিছুই খেয়াল ছিল না তার। গোলাপের কথায় এবার চমক ভাঙে, থমকে ওঠে চাঁদ। তারপর গোলাপের কাছে গিয়ে বলে- হ্যাঁ, প্রিয় বন্ধু। রাজকুমারীর সাথে কথা বলতে চাই। কিন্তু এমন রূপের কাছে কী করে যাবো? যে কুৎসিত চেহারা আমার! এই চেহারা নিয়ে ‘চি-নিও’র সামনে যেতে ভয় হয়। তাই, আড়ালে লুকিয়ে আছি।
ও! এই কথা? গোলাপ বলে- কী যে বোকা তুমি।
চাঁদ বলে, কেন বন্ধু, কী বোকামি করলাম?
গোলাপ বলে- বোকা এজন্য যে, তুমি গোলাপ বাগানে ঘুরে বেড়াচ্ছ, অথচ গোলাপরাণীর মন জয় করতে পারছ না।
চাঁদ বলে- আমি যে অসুন্দর। এমন চেহারা নিয়ে কারো মন জয় করা যায়? ‘চি-নিও’ কি আমার দিকে একবারও ফিরে তাকাবে?
(চলবে)


আরো সংবাদ



premium cement