পন্টে স্যান্ট’অ্যাঞ্জেলো
- সেলিম বুলবুল চৌধুরী
- ১৭ জুলাই ২০২৪, ০২:০৭
পন্টে স্যান্ট’অ্যাঞ্জেলো একটি ঐতিহাসিক রোমান সেতু ।
এ সেতু প্রায় এক হাজার ১৮৯০ বছরের পুরোনো।
পন্টে স্যান্ট’অ্যাঞ্জেলোর অবস্থান ইতালির রাজধানী রোমে। রোম একসময় ছিল বিশাল রোমান সাম্রাজ্যের রাজধানী। রোমান সাম্রাজ্যের যুগে সেতুটি নির্মিত হয়।
পন্টে স্যান্ট’অ্যাঞ্জেলো একসময় ঈলিয়ান সেতু বা পন্স ঈলিয়াস নামে পরিচিত ছিল, যার মানে হাড্রিয়ানের সেতু। হাড্রিয়ান ছিলেন রোমান সম্রাট। তার আমলে ১৩৪ সালে সেতুটির নির্মাণকাজ শেষ হয়।
টাইবার নদীর ওপরের এই সেতুটি নগরকেন্দ্র থেকে সম্রাটের নতুন নির্মিত জাঁকজমকপূর্ণ সমাধিকে সংযোগ করে, যা এখন বুরুজায়িত প্রাসাদ স্যান্ট’ অ্যাঞ্জেলো (ক্যাসটেল স্যান্ট’অ্যাঞ্জেলো)।
রোমান সাম্রাজ্যের অপূর্ব নিদর্শন এই সেতু দিয়ে বর্তমানে শুধু পথচারী পারাপার হয়। খিলান নকশার সেতুটি পাথরের তৈরি, যাতে রয়েছে পাঁচটি স্প্যান। এটি পারাপারের সময় পথচারীর মনে হতে পারে, যেন আলোকচিত্রময়তাপূর্ণ কোনো দৃশ্যপথ পেরিয়ে কোথাও যাওয়া হচ্ছে, আর যুগটি যেন গৌরবময় রোমান সাম্রাজ্যের। হারানো দিনে সেতুপথ পার হয়ে তীর্থযাত্রীরা সেইন্ট পিটার ব্যাসিলিকায় পৌঁছাত। তাই অতীতকালে একে সেইন্ট পিটারের সেতু বলা হতো।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা