১৮ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩০, ১৪ রবিউস সানি ১৪৪৬
`
চী নে র লো ক কা হি নী

চাঁদের ইতিকথা

-

(গত দিনের পর)


কী মিষ্টি তার হাসি, কী মধুর তার কণ্ঠ, কী মোলায়েম তার চলার ভঙ্গি!
চাঁদ বলে- ওগো সুন্দরী ফুল, রাজকুমারীর সাথে কী করে দেখা করব আমি?
গোলাপ বলে- সবে তো সন্ধ্যে ঘনিয়ে এলো। কিছুক্ষণ পর রাত হবে। আজকে রাতের তিন প্রহরের পর ‘চি-নিও’ আসবে এই বাগানে। ভোর পর্যন্ত থাকবে সে। একা একা ঘুরে বেড়াবে। পায়চারি করবে। আমাদের স্পর্শ করবে। আমরা শিহরিত হবো, পুলকিত হবো। আমাদের হৃদয়ে কম্পন জাগবে। আর সেই কম্পনে আলো ফুটবে, রঙিন পাখা মেলে দেবে প্রজাপতি। পাখিরা গান গেয়ে উঠবে। শুরু হবে নতুন একটি দিনের।
এ কথা শুনে চাঁদের মন খুশিতে নেচে ওঠে। ফুলকে সে বলে- রাজকুমারী ‘চি-নিও’! কখন আসবে সে। কখন দেখতে পাবো তাকে? আমাকে বলে দাও গোলাপ।
(চলবে)

 


আরো সংবাদ



premium cement