এক দুঃস্বপ্নের রাত
- সোনিয়া হুসাইন
- ১৫ জুলাই ২০২৪, ০০:০০
নয়.
পঙ্খিরাজ কিভাবে আমাকে নিয়ে ঘর থেকে বেরোলো, কীভাবে আকাশে পাখা মেলল, কিছুই বুঝে উঠতে পারিনি আমি। পোড়োবাড়ি ছেড়ে আমরা এখন অনেক দূর আকাশে। পঙ্খিরাজ উড়ে যাচ্ছে, আমি পঙ্খিরাজের পিঠে বসে। আধো ছায়া, আধো অন্ধকার রাতের আকাশ। সে এক অন্য দুনিয়া।
অমানিশার রাত। আমার উপর নিচে ডানে বামে লক্ষ তারা ঝিকমিক ঝিকমিক করে জ্বলছে। শীতল বাতাস। মেঘ ছুঁয়ে যাচ্ছে আমার গা। যেন সাদা মেঘের ভেতর দিয়ে উড়ে যাচ্ছি আমরা। বিন্দু বিন্দু মেঘের কণা গা ভিজিয়ে দিচ্ছে আমার।
এভাবে পঙ্খিরাজে পিঠে কতক্ষণ উড়ে চলছি, জানিনে। সহসা মনে হলো এই বাতাস যেন আমার বড় চেনা। আমি এবার নিচের দিকে চোখ মেলি। ওইতো! ওই তো আমার সেই চিলকণ্ঠ নদী। ওই তো ভূবনেশ্বর। ওইতো আমাদের গাঁও। উপর থেকে আমাদের বাড়িটিও দেখতে পাচ্ছি আমি। বাড়ির সামনের ওই তো শিমূল গাছটি। আলো আঁধারে গা ছড়িয়ে দাঁড়িয়ে আছে। বাড়ি ফেরার জন্য মন কেঁদে ওঠে আমার। লাফ দেবো কি পঙ্খিরাজের পিঠ থেকে?
(চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা