২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
জানা-অজানা

মাকড়সা ইঁদুর বা পাখিও খেতে পারে!

-

ছোট্ট বন্ধুরা,
তোমরা নিশ্চয়ই মাকড়সা চিনো, তাই না? জানো এটি ইঁদুর বা পাখি খেতে পারে? কথাটা অবিশ্বাস্য মনে হলেও সত্যি। কোনো কোনো মাকড়সা এসব খেতে পারে। আর সাধারণ মাকড়সারা বেঁচে থাকে অন্য পোকামাকড় খেয়ে। এরা কখনো কোনো গাছপালা বা শস্যদানা খায় না। এমনকি কোনো মরা জীবও খায় না। মাকড়সারা খাওয়ার আগে শিকার ধরার পরপরই তার দেহে এক ধরনের হজমকারক রস ঢুকিয়ে দেয়। ফলে সেসব শিকারের দেহের ভেতরের সব কিছু গলে তরল রসে পরিণত হয়। তারপর মাকড়সা সেই তরল চুষে খায়। শিকারের দেহখোলটা শুধু পড়ে থাকে। মাকড়সা কখনো কোনো কিছু চিবিয়ে খেতে পারে না। একটা মাকড়সা একবারে সাধারণত তার দেহের সমান খাবার গ্রহণ করে থাকে। তবে কোনো কোনো মাকড়সা না খেয়েও এক বছর বাঁচতে পারে। তবে সে ক্ষেত্রে তাদের দেহের পানিশূন্যতা রোধের জন্য আর্দ্র জায়গায় থাকার দরকার হয়।
ছবি : সংগ্রহ


আরো সংবাদ



premium cement