চাঁদের ইতিকথা
- ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর
- ১০ জুলাই ২০২৪, ০০:০৫
(গত দিনের পর)
চাঁদের কথা শুনে তারারা বলে- আমরা অসহায় বন্ধু! তোমাকে আমরা কী করে পাল্টে দেবো? কিভাবে সুন্দর বানাব তোমাকে? এমন সাধ্য কি আমাদের আছে? আমরা লক্ষ তারা, ফুলের মতো ফুটে থাকি আকাশে। বিন্দুর মতো জ্বলি। নিচে পৃথিবীর মানুষ যখন রাতের বেলা আকাশের দিকে তাকায়, আমাদের ঝলমলে মুখ দেখে তারাও সুখ পায়। ফুলেরাও আমাদের দেখে, আনন্দে আত্মহারা হয়। পরক্ষণেই তোমার দিকে যখন তাদের চোখ পড়ে তখন তাদের মন খারাপ হয়ে যায়। বড় দুর্ভাগা তুমি চাঁদ।
তারাদের এমন কথা শুনে চাঁদের মন আরো খারাপ হয়। বলে, তাহলে কী করব আমি? তোমরা একটা পরামর্শ দাও। কী করলে আমার মুখশ্রী একটুখানি সুন্দর করা যায়?
তারারা বলে- তুমি বরং পৃথিবীতে চলে যাও। সেখানে ফুলেরা আছে। তারা তোমার সমস্যা বুঝবে। একটা সমাধানও দিয়ে দিতে পারে হয়তো।
(চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা