২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
জানা অজানা

দারুহরিদ্রার গুণ

-

ছোট্ট বন্ধুরা,

আজ জানবে তোমরা দারুহরিদ্রা সম্পর্কে। এটি একটি ঔষধি গাছ বা ভেষজ উদ্ভিদ। বিভিন্ন রোগে গাছটি ব্যবহার করা যায়। ওষুধ তৈরি করতে এর কা-, মূল, বাকল ও ফল ব্যবহার করা হয়। এতে রয়েছে গুরুত্বপূর্ণ কার্যকরী উপাদান বারবেরিন ও বারবামিন। দারুহরিদ্রা শক্তিবর্ধক ও সংকোচক। এটি জ্বর উপশম করে এবং যকৃতের কার্যকারিতা বাড়ায়। বিরেচক হিসেবেও দারুহরিদ্রার কদর আছে। মনে রেখো, দারুহরিদ্রার ইংরেজি ইধৎনবৎৎু। বাংলাদেশের বিভিন্ন এলাকায় এ গাছ পাওয়া যায়। ভালো কথা, কঠিন শব্দগুলো বড়দের সাথে আলোচনা করো।


আরো সংবাদ



premium cement