উড়ন্ত রাক্ষসী
- ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর
- ০৩ জুলাই ২০২৪, ০০:০৫
(গত দিনের পর)
সন্ন্যাসী এবার বুঝতে পারলেন সব। মেয়েটিই তাকে ফাঁকি দিয়েছে। তাই, তিনি যুবকটিকে দেখিয়ে দিলেন মেয়েটির পালানোর পথ। তিনি বললেন, ওই যে উঁচু বৃক্ষটি দেখতে পাচ্ছ হে যুবক, ওই বৃক্ষের ফাঁপা কোটরের ভেতর দিয়ে পালিয়ে গেছে মেয়েটি। তাকে ধরতে হলে তোমাকে ঘোড়া নিয়েই ওই গাছের কোঠরে ঢুকে পড়তে হবে। তারপর কী করবে, সেটা তোমার বুদ্ধিই তোমাকে বলে দিবে। সন্ন্যাসী আরো বললেন, এতক্ষণে মেয়েটি হয়তো গাছের গুড়ির ভেতর দিয়ে উপরে আকাশে উঠে গেছে। যুবকটিকে তিনি আঙ্গুলের নিশানায় দেখিয়ে দিলেন গাছটিকে।
সন্ন্যাসীর কাছ থেকে এইটুকুই জানার ছিল যুবক দেবদূতের। তিনি তখন বিদ্যুৎগতির ঘোড়া হাঁকালেন। যেন বিদ্যুৎ গতিতেই ঘোড়াসমেত তিনি ঢুকে গেলেন গাছটির ফাঁপা কোটরে। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা