২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
জানা-অজানা

পেঁপের গুণ

-

ছোট্ট বন্ধুরা,
তোমরা সবাই নিশ্চয়ই জানো পেঁপে একটি উপকারী ফল, আর সবজি হিসেবেও এর ব্যবহার রয়েছে।
এ ফল কিভাবে খাওয়া যায়? এটি কাঁচা বা পাকা অবস্থায় কেটে খাওয়া যায়। আবার রান্না করেও খাওয়া যায়। ভর্তা বা ভাজি করেও খাওয়া যায়। পেঁপের রয়েছে ঔষধি গুণ। এটি বুকজ্বালা, অম্বল (গ্যাস্ট্রিক), পেট ফাঁপা, হজমের গোলমাল নিরাময় করতে পারে। কৃমি দূর করার ক্ষমতাও এ ফলের রয়েছে। এ ছাড়া যকৃৎ রোগ, দাদ, উকুন, বদহজম, পাকস্থলীর ক্ষত, রাতকানা ইত্যাদি রোগেও এ ফল খুবই উপকারী। রোগ সারানোর জন্য কিভাবে পেঁপে ব্যবহার করতে হয় তা জানবে তোমরা বড় হয়ে। এবার ছবি দেখো।


আরো সংবাদ



premium cement