উড়ন্ত রাক্ষসী
- ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর
- ০১ জুলাই ২০২৪, ০০:০৫
(গত দিনের পর)
অন্যদের চেয়েও বেশি নিষ্ঠুর সে। তরতাজা মানুষের মাংস চিবিয়ে চিবিয়ে খায়। ওহে সন্ন্যাসী, তুমি যদি মেয়েটিকে দেখে থাকো, তাহলে আমাকে বলে দাও, কোন দিকে গিয়েছে সে। যুবকটি আরো বললেন, হে মান্যবর, মিথ্যে বললে স্বর্গের মালিকের কাছে কৈফিয়ত দিতে হবে তোমায়।
এ কথা শুনে সন্ন্যাসী বললেন, তুমিই যে সত্য কথাটি বলছ, সেটা আমি বুঝব কী করে, হে যুবক?
যুবক বলল, এই দেখুন, দৈব আদেশপ্রাপ্ত স্মারক আমার বাহুতে বাঁধা। আমার মতো হাজার হাজার দেবদূত গত রাতে পৃথিবীতে নেমে এসেছে। ওই অনিষ্টকারী রাক্ষসীদের ধরার জন্য। আমি সেই হাজার দেবদূতদেরই একজন। ওই রাক্ষসীকে হত্যার দায়িত্ব দেয়া হয়েছে আমাকে। হে মান্যবর ঋষি, তুমি যদি আমার কাছে সত্য গোপন করো, তা হলে সত্যের বিরুদ্ধাচরণ করা হবে তোমার। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা