২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
জানা-অজানা

মাছের আঁশ থাকার কারণ

-

ছোট্ট বন্ধুরা,
তোমরা বিভিন্ন ধরনের মাছ চেনো। রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া, পুঁটি, টাকি ইত্যাদি মাছ সম্পর্কে নিশ্চয়ই তোমাদের ধারণা আছে। এ সব মাছ নিশ্চয়ই তোমরা খেয়ে থাকবে। লক্ষ করেছ কি, বেশির ভাগ মাছের আঁশ থাকে? কেন আঁশ থাকে? মাছের আঁশ থাকে দেহ রক্ষার জন্য। এটি এর দেহ রক্ষার আবরণ। আঁশ থাকার কারণেই মাছ পানিতে থাকলেও অসুবিধা বোধ করে না বা সিক্ত হয় না। কিছু মাছের আঁশ নেই, এগুলোর চামড়া দেহ রক্ষার আবরণ হিসেবে কাজ করে।


আরো সংবাদ



premium cement