২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
চী ন দে শে র রূ প ক থা

উড়ন্ত রাক্ষসী

-

(গত দিনের পর)
সন্ন্যাসী এগিয়ে গেলেন গাছটির আরো নিকটে। তারপর হেঁটে হেঁটে ফাঁকা গুড়ির ভেতরে ঢুকে গেলেন তিনি। গাছটির ভেতরে সমাধিতে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। তারপর আবার চোখ মেললেন।
এবার গুড়ির ভেতরে দাঁড়িয়ে তিনি উপর দিকে তাকালেন। তিনি দেখতে পেলেন গুড়ির ভেতর দিয়ে ওপর দিকে যত দূর দৃষ্টি যায় শুধু নীলাকাশ। ইচ্ছে করলে যে কেউ গাছের গুড়ির ফাঁপা কোটর বেয়ে বেয়ে আকাশে উঠে যেতে পারে। সন্ন্যাসী বলে উঠলেন, এ এক অদ্ভুত বৃক্ষ। এর রহস্যের শেষ নেই। তিনি ফের গাছের কোটর থেকে বেরিয়ে এলেন বাইরে। এবার তিনি গাছের অন্য পাশ দিয়ে বেরিয়ে এলেন। সামনে আবার সুবিশাল চারণভূমি। প্রান্তরের খোলা পথ ধরে ফের হাঁটতে লাগলেন তিনি। (চলবে)

 


আরো সংবাদ



premium cement