২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

উড়ন্ত রাক্ষসী

-

(গত দিনের পর)
প্রান্তরের মাঝে কোনো এক মেঠো পথ ধরে হেঁটে যাচ্ছিলেন সন্ন্যাসী। হাঁটতে হাঁটতে কিছুটা ক্লান্ত হয়ে পড়ছিলেন বুঝি। তাই, নিজস্ব ভঙ্গিমায় দাঁড়িয়ে গেলেন। দু’চোখ বুঝে হারিয়ে গেলেন সমাধির গভীর স্তরে।
কিছুটা সময় ওই অবস্থায় থাকার পর তিনি চোখ মেললেন। দেখলেন তার সম্মুখে অদ্ভুত এক সুউচ্চ বৃক্ষ। সমাধিতে যাওয়ার আগে এখানে কোনো বৃক্ষ ছিল না। হঠাৎ করেই যেন বৃক্ষটি গজিয়ে উঠেছে সেখানে। বৃক্ষটি এতটাই উঁচু যে, চূড়ার দিকে তাকালে মনে হয় আকাশ ছুঁয়েছে। এটির গোড়া বেশ প্রশস্ত এবং ভেতরটা ফাঁকা। আশপাশের লতাগুল্ম এসে পেঁচিয়ে পেঁচিয়ে গাছটিকে ঘিরে ধরেছে। মনে হচ্ছে গাছের গুড়ির ভেতরের ফাকা জায়গায় কেউ ঘর বানিয়ে রেখেছে। (চলবে)

 


আরো সংবাদ



premium cement