০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`
চী ন দে শে র রূ প ক থা

উড়ন্ত রাক্ষসী

-

চীনের সিয়ানফু প্রদেশ। বিস্তীর্ণ চারণভূমি। বৃক্ষশোভিত বনাঞ্চলে ছোট ছোট গুল্মলতা ও বৃক্ষের ছায়াঢাকা প্রান্তর। প্রান্তরের মাঝ বরাবর একটি পায়ে চলা পথ। সেই পথ ধরে হেঁটে যাচ্ছেন এক বৌদ্ধ সন্ন্যাসী। সন্ন্যাসীরা সাধারণত বন-বাদাড়ের কোনো নির্জন কোণে বসে ধ্যান করেন। কিন্তু এই সন্ন্যাসীর অভ্যাসটি ছিল ভিন্ন। তিনি পথে প্রান্তরে ঘুরে বেড়ান। মাঝে মাঝে থমকে দাঁড়ান এবং ধ্যানমগ্ন হয়ে মৌন সমাধিতে চলে যান। এটাই তার অভ্যাস। ক্লান্তিহীন পথ চলায় তাই ক্লান্তি নেই তার। নেই খাওয়া, নেই বিশ্রাম, নেই ঘুম। চারণভূমির এই পথ-প্রান্তরই যেন তার আপন নিবাস। ঘুরে বেড়ানোই তার গৃহস্থালি।
বেড়াতে বেড়াতে একদিন তিনি চলে এলেন ‘কুকু নুর’ নামের এক বনাঞ্চলে। চারিদিকে উঁচু উঁচু বৃক্ষ আর গুল্মে ঢাকা ফাঁকা প্রান্তর। (চলবে)


আরো সংবাদ



premium cement