হায়েনা ও মার্শাল ঈগল
- শেখ আবদুল্লাহ নূর
- ১২ জুন ২০২৪, ০০:০৫
(গত দিনের পর)
ঈগল এবার হায়েনার পিঠ খামচে ধরে উঁচু করে তুলে নিয়ে ফের ছেড়ে দেয় সেই গর্তের ভেতর। যে গর্ত থেকে তাকে সবে মাত্র বানর উঠিয়ে এনেছিল। সেই পুরনো গর্তেই আবার পড়ে যায় হায়েনা। অসহায় হয়ে পড়ল সে। বানরটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল এসব। এবার সে মুচকি হেসে বলে, মর, এবার দেখি কে তোকে উদ্ধার করে। অকৃতজ্ঞ হায়েনা। উপকারীর উপকার যে স্বীকার করে না, তার কপাল এভাবেই পোড়ে। প্রতিশ্রুতি ভঙ্গ করার ফল এবার হাড়ে হাড়ে পাবি তুই হায়েনা।
ঈগল পাখিটা হায়েনাকে গর্তে ফেলে দিয়ে উড়ে উড়ে চার পাশে কয়েকটি চক্কর মারে, আর চিঁ চিঁ করে বেেল- ওরে, ও অকৃতজ্ঞ হায়েনা। উপকারীর উপকার স্বীকার করতে শেখোনি? যে বানর তোমাকে প্রাণে বাঁচিয়েছিল, সেই তাকেই কিনা তুমি খেতে চেয়েছিলে?
(চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা