হায়েনা ও মার্শাল ঈগল
- শেখ আবদুল্লাহ নূর
- ০৮ জুন ২০২৪, ০০:২৪
(গত দিনের পর)
স্বভাবটাও ধীরে ধীরে পরিবর্তন করে ফেলব।’
আসলে ওই বানরটি ছিল দয়ালু। মায়া মহব্বতও ছিল মনে। অন্যের বিপদ আপদ দেখলে স্থির থাকতে পারে না। তাই, সে হায়েনাকে গর্ত থেকে উঠতে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। প্রথমে সে গাছের একটি শুকনো ডাল কুড়িয়ে আনে। তারপর ডালটাকে ফেলে দেয় গর্তে। বানর বলে- ‘হায়েনা, তুমি এই ডালটা বেয়ে বেয়ে উপরে ওঠার চেষ্টা করো। আমি তোমার গায়ে জড়ানো জাল ধরে টেনে তুলছি।’
এভাবে বানরের অনেক চেষ্টার পর হায়েনাটি গর্ত থেকে উপরে ওঠে আসে। ওপরে উঠেই হায়েনা ভুলে যায় তার প্রতিশ্রুতির কথা। দু’দিন ধরে পেটে কিছু পড়েনি তার। পেট জ্বলছে ক্ষুধায়। উপরে ওঠেই সে হামলে পড়ে অসহায় বানরের গায়। কামড়ে ধরে সে বানরটির পেট। এমন মজাদার খাবার হাতছাড়া করতে রাজি নয় হায়েনা।
(চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা