২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
আ ফ্রি কা র উ প ক থা

হায়েনা ও মার্শাল ঈগল

-

(গত দিনের পর)
হায়েনা বলে- ‘কথা দিলাম বন্ধু। আমি তোমাকে খাবো না। প্রমিজ করছি। তোমার গায়ের একটা পশমও স্পর্শ করব না আমি। গর্ত থেকে উঠে ধন্যবাদ জানিয়ে সোজা চলে যাবো বাড়ি। এদিক ওদিক কোনো দিকেই তাকাব না। কথা দিচ্ছি বন্ধু।’
বানর বলে- ‘তোমাকে আরো একটি কথা দিতে হবে।’
হায়েনা বলে- ‘বলো, আর কী কথা আছে তোমার।’
বানর বলে- ‘তোমার ওই নিকৃষ্ট ও হীন স্বভাবগুলো পরিবর্তন করতে হবে। বাঘ, সিংহ, ভালুক- ওদেরকে দেখছ না? ওরাও তো শিকার ধরে খায়। কিন্তু ওদের মনে দায়ামায়া আছে। ওরা অসহায় কাউকে ছুঁয়েও দেখে না। কিন্তু তোমরা? কাপুরুষের জাতি। তোমাদের স্বভাবটা বড় নীচু ও হীন। আজ থেকে হীনম্মন্যতা পরিহার করে চলতে হবে তোমাকে।’
হায়েনা বলে- ‘ঠিক আছে। কথা দিলাম। এখন থেকে নিজেকে শুধরে নেবো আমি।
(চলবে)


আরো সংবাদ



premium cement