হায়েনা ও মার্শাল ঈগল
- শেখ আবদুল্লাহ নূর
- ০৩ জুন ২০২৪, ০০:০০
(গত দিনের পর)
হায়েনা বলে- ‘আর বলো না বন্ধু। বিপদে পড়ে আমার শিক্ষা হয়ে গেছে এবার। আর কোনো দিন কোনো প্রাণীকেই আমি কষ্ট দিয়ে খাবো না। উপকারীর উপকার স্বীকার করব। এখন থেকে ভালো হয়ে থাকব। কারো অধিকারের ওপর নজর দেবো না। কারো খাবার চুরি করে খাবো না। এবারের মতো উদ্ধার করো আমায়, বন্ধু।’
হায়েনার এমন আকুতি মিনতি শুনে বানর ভাবল- করিই না একটু উপকার। এই উপকারের কথা স্মরণ করে যদি হায়েনাদের স্বভাব চরিত্র কিছুটা বদলায়। তাই, সে হায়েনাকে বলে- ‘হ্যাঁ, আমি তোমাকে উদ্ধার করব। তবে তোমাকে দুটো প্রতিশ্রুতি দিতে হবে।’
হায়েনা বলে- কী প্রতিশ্রুতি? বলো বন্ধু, বলো।
বানর বলে- ‘তোমাকে টেনে তুললে তুমি আমাকে খেয়ে ফেলবে না। এই কথাটা দাও আগে।’
(চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা