অভিযাত্রী বারথোলোমিউ ডায়াস
- সেলিম বুলবুল চৌধুরী
- ০২ জুন ২০২৪, ০০:০৫
জানো, ইউরোপের কিছু অভিযাত্রী সমুদ্রপথ আবিষ্কারে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বারথোলোমিউ ডায়াস তাদেরই একজন ।
বারথোলোমিউ ডায়াস পর্তুগালের রাজপরিবারের একজন সদস্য। তবে নাবিক ও অভিযাত্রী হিসেবেই তিনি খ্যাতিমান। পর্তুগালের প্রিন্স হেনরি প্রথমে আফ্রিকার পশ্চিম উপকূল ধরে দক্ষিণে অভিযান করেন। অনেকটা পথ পাড়ি দিয়ে তিনি যান ফিরে। এরপর শুরু হয় বারথোলোমিউ ডায়াসের অভিযান। তার জাহাজ আফ্রিকার পশ্চিম উপকূল ধরে ভেসে চলে। অবশেষে এই অভিযাত্রী এসে পৌঁছান আফ্রিকার দক্ষিণ প্রান্তে। তবে কোথায় এসেছেন তা ছিল তার অজানা। এ বিষয়ে জানার আগেই তার মাঝিমাল্লারা তাকে ফিরে যেতে বাধ্য করে। এ সময় তারা আফ্রিকার দক্ষিণ প্রান্তে অনেক ঝড় উঠতে দেখে। তাই ডায়াস সাহেব তার অজানা আফ্রিকার দক্ষিণ প্রান্তের নাম দেন ঝড় অন্তরীপ। ডায়াসের মুখে এই ঝড় অন্তরীপের নাম শোনেন সেই সময়ের পর্তুগালের রাজা। এই রাজা ভারতে যাওয়ার পথ পাওয়ার ব্যাপারে আশাবাদী হন। তিনি আফ্রিকার এই জায়গার নাম দেন উত্তমাশা অন্তরীপ, ইংরেজিতে যাকে বলে Cape of Good Hope.
বারথোলোমিউ ডায়াসের জন্ম ১৪৫১ সালে এবং মৃত্যু ১৫০০ সালে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা