হায়েনা ও মার্শাল ঈগল
- শেখ আবদুল্লাহ নূর
- ০২ জুন ২০২৪, ০০:০৫
(গত দিনের পর)
দ্বিতীয় দিন সকালে গর্তটির পাশ দিয়ে যাচ্ছিল একটি বানর। তাকে দেখে হায়েনা বড় কান্নাকাটি শুরু করে দিলো। অনুনয় বিনয় করে সে বানরকে বলল- ‘প্রিয় বন্ধু আমার। এমন বিপদের সময় তো বন্ধুরাই এগিয়ে আসে। আমাকে উদ্ধার করো বন্ধু। আমাকে বাঁচাও। না হলে শিকারী এসে পড়বে। আমাকে পিটিয়ে মেরে ফেলবে। এই বিপদে কেউ নেই আমার পাশে। তোমার সাহায্যের হাতখানা একটু বাড়াও বন্ধু।’
হায়েনার এমন আকুতি মিনতিতে বানরের মনে দয়া হলো। কিন্তু মুখে বলল- ‘হু, তোমাকে উদ্ধার করি। আর তুমি কিনা হামলে পড়ো আমার ওপর! তোমাদের স্বভাব-চরিত্র ভালো না। বড় অকৃতজ্ঞ তোমরা। তোমাকে গর্ত থেকে ওঠাই, আর তুমি এসে আমাকে জ্যান্ত কামড়িয়ে ছিঁড়ে ছিঁড়ে খাও!’
(চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা