২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

হুসায়ন ইবনে ইসহাক

-

বলছি, হুসায়ন ইবনে ইসহাক সম্পর্কে। তিনি ইসলামি সোনালি যুগের অন্যতম ব্যক্তিত্ব । এই মুসলিম মনীষী পেশায় ছিলেন চিকিৎসক; কিন্তু বিজ্ঞান ও দর্শন সাধনায় তার অনুরাগ ছিল অনন্য। দর্শনে ছিল তার অগাধ পাণ্ডিত্য। কম বয়সেই এই ব্যক্তি বিখ্যাত মুসা ভ্রাতৃত্রয়ের সংস্পর্শে আসেন এবং তাদের নির্দেশে প্রথম জীবনেই প্রাচীন বিজ্ঞান বইয়ের পাণ্ডুলিপি সংগ্রহের কাজে লেগে যান। এর ফলে তার অনুবাদকাজের প্রতি অদম্য আগ্রহের সৃষ্টি হয়।
সমকালীন আরবের অনুবাদকারী বৈজ্ঞানিকদের মধ্যে তিনি বিখ্যাত। অনেকের মতে সর্বশ্রেষ্ঠ। তিনি অভিজাত পরিবারের সন্তান। তাই অল্প বয়সেই শিক্ষা ও প্রতিভা বিকাশের রাজকীয় সুযোগ হয় তার। মাত্র ১৭ বছর বয়সে তিনি কয়েকটি গ্রিক বিজ্ঞান বই অনুবাদ করেন সিরীয় ও আরবি ভাষায়।
তার জন্ম বর্তমান ইরাকের হিরা নগরে, ৮০৯ সালে এবং মৃত্যু ৮৭৩ সালে।
তার কাজের জন্য এখনো তিনি স্মরণীয় ও বরণীয়।

 

 


আরো সংবাদ



premium cement