উরারিনা মানুষ
- সেলিম বুলবুল চৌধুরী
- ২৭ মে ২০২৪, ০০:০৫
উত্তর ও দক্ষিণ আমেরিকায় কিছু ক্ষুদ্র দেশজ জাতি রয়েছে । এ জাতিগুলোরই একটি উরারিনা।
উরারিনা পুরনো জাতি। ইউরোপীয়রা আমেরিকা দখলের আগে থেকেই এরা সেখানে বসবাস করছে। এ জাতি বাস করে পেরুভীয় আমাজন উপত্যকায়। তার মানে এরা দক্ষিণ আমেরিকার অধিবাসী। চ্যাম্বিরা, ইউরিতুয়াকু ও করিয়েনতিস নদীর তীরে এদের বসতি দেখা যায়। পেরুর উত্তর-পূর্ব এলাকায় চ্যাম্বিরা উপত্যকায় শত শত বছর ধরে উরারিনা জাতি বসবাস করে আসছে।
প্রতœতাত্ত্বিক ও ঐতিহাসিক গবেষণা প্রমাণ করে, এরা এই এলাকার দেশজ মানুষ। উরারিনা জনসংখ্যা প্রায় দুই হাজার। সাংস্কৃতিকভাবে এরা রোমাঞ্চকর, অর্ধ-যাযাবর, শিকারি। উদ্যানকর্ষণ বা উদ্যানবিদ্যায় এদের পারদর্শিতা রয়েছে।
উরারিনারা বাস করে সাধারণত উঁচু ভিত্তি বা মঞ্চের ওপর তৈরি করা ঘরে। বন্যার প্রকোপ থেকে রক্ষা করার জন্যই উঁচু স্থানে এরা ঘর তৈরি করে। এদের ঘরগুলো লম্বা ধরনের। কয়েকটি কক্ষ থাকে। উরারিনারা কথা বলে উরারিনা ভাষায়। বর্তমানে এরা স্প্যানিশও জানে।
চিকিৎসা ও পরামর্শের জন্য উরারিনা সমাজে বিশেষ ধরনের কবিরাজ আছে। এ কবিরাজের মাথায় একধরনের টুপি ও গলায় মালা দেখা যায়। কাপড় বোনা ও পাখি পোষায় উরারিনা নারীরা দক্ষ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা