২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
জানা অজানা

ছাতিমগাছ

-

ছোট্ট বন্ধুরা,

বাংলাদেশের প্রায় সব এলাকায় কমবেশি ছাতিমগাছ গাছ দেখা যায়। এ গাছ দেখতে কেমন? খুবই সুন্দর- নজরকাড়া। ছাতিমগাছ ১৫ থেকে ২০ ফুট পর্যন্ত উঁচু হয়। তার মানে বেশ দূর থেকেও এটি দেখা যায়।
ছাতিমগাছে ফুল ফোটে কখন? শরৎ ও হেমন্ত কালে। এ ফুলের রঙ কেমন? সবুজাভ সাদা। ছাতিম ফুলের গন্ধ আছে কি? আছে। বেশ দূর থেকে এ গন্ধ বা ঘ্রাণ পাওয়া যায়।
এবার ছবি দেখো এবং মজা করো। অবসরে আঁকতেও পারো।


আরো সংবাদ



premium cement