মৎস্য কুমার
- শেখ আবদুল্লাহ নূর
- ১৯ মে ২০২৪, ০০:০৫
(গত দিনের পর)
রাত নামে। সাগরকূলে চলে আসে জেলেপুত্র ও খানকন্যা। আসতে না আসতেই সাগর কিনারে বিশাল ঢেউ তুলে তিমি মাছটি চলে আসে কিনারে। দৈত্যাকার এক তিমি মাছ। পিলে চমকে যাওয়ার মতো চোহারা। তার পিঠের উপরে একটি ছিদ্র আছে। সেই ছিদ্র পথে উর্ধ্বমুখে পানির ফোয়ারা ছিটাল মাছটি। তারপর সাগরকূলের নির্মল বাতাস টেনে নিল মুখ গহ্বরে। এবার সে সাগর বালুয়াড়িতে তার মুখ বাড়িয়ে হা করে রইল।
খানকন্যা এমন দৈত্যাকার মাছটি দেখে ভয়ে কাঁপতে থাকে। জেলেপুত্র তাকে অভয় দেয়। বলে, নির্ভয়ে আমার হাত ধরো। চলে এসো আমার সাথে।
তারা মাছের মুখ গহ্বরে প্রবেশ করে। সেখানে সুন্দর করে বিছানা ও কুশন পেতে বসে পড়ে দু’জন। সঙ্গে সঙ্গে মাছটি মুখ বন্ধ করে দেয়।
(চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা