মৎস্য কুমার
- শেখ আবদুল্লাহ নূর
- ১৮ মে ২০২৪, ০০:০০
(গত দিনের পর)
সব ব্যবস্থা আমি করে দেব। শুধু এক রাতের ভ্রমণ। সকালেই তুমি পৌঁছে যাবে তোমার দেশে। যাও, তোমাদের মালসামানা নিয়ে চলে আসো এখানে। সন্ধ্যার পর এখানে তোমাদের জন্য অপেক্ষা করবে প্রকাণ্ড এক মাছ। ওই মাছের মুখ গহ্বরে বসে তোমরা দু’জন সাগর পাড়ি দেবে।
জেলেপুত্র বলে, কিন্তু মাছটি যদি আমাদের গিলে ফেলে?
মৎস্য কুমার বলে, ভয় পেও না বন্ধু। যে মাছটিকে আমি পাঠাব, সেটি নিতান্তই নিরীহ প্রকৃতির এক তিমি। বড় কোমল হৃদয়ের মাছ সেটি। তাছাড়া, সাগর রাজার আজ্ঞাবহ দূত সে। তোমাদের কোনো কষ্ট হয়, এমন আচরণই সে করবে না। তাহলে বিদায় বন্ধু। শুভ হোক তোমাদের দেশে ফেরার যাত্রা।
সোনামাছটি চলে গেল সাগরতলে।
(চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা