ফন মানুষ
- সেলিম বুলবুল চৌধুরী
- ১৩ মে ২০২৪, ০০:০০
বলছি ফনদের কথা। এরা একটি জনগোষ্ঠী, একটি নৃতাত্ত্বিক গোষ্ঠী। এদের বসবাস আফ্রিকার দেশ বেনিনের দক্ষিণাংশে এবং এর সংলগ্ন টোগোর কিছু এলাকায়। নাইজেরিয়ায়ও কিছু ফন দেখা যায়।
ফনরা কৃষ্ণাঙ্গ। মোট ফন জনসংখ্যা প্রায় ৫০ লাখ। এরা কথা বলে ফন ভাষায়। এটি জিবি ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত।
বলতে গেলে ফনরা কৃষিভিত্তিক সমাজের মানুষ। এদের অর্থনীতি কৃষির ওপর নির্ভরশীল। এরা ভুট্টা, কাসাভা প্রভৃতি ফলায়। পাম তেল এদের প্রধান বাণিজ্যিক পণ্য।
প্রত্যেক ফন গ্রামে কিছু শিকারজীবীও থাকে। কিছু ফন হস্তশিল্পে দক্ষ। অনেকে লোহার কাজ, কাপড় বোনা বা কুমোরের কাজ করে।
ফনদের বেশির ভাগ বাস করে গ্রাম ও ছোট শহরে। এদের বেশির ভাগ ঘর মাটির তৈরি, যার ছাদ দেয়া হয় ঢেউ খেলানো লোহার চাঁদওয়ারির সাহায্যে।
ফনরা নাচ-গান পছন্দ করে। উৎসবের দিনে বর্ণিল পোশাক পরে এরা আনন্দ করে।
ফনরা দেশজ ভদুন ধর্মে বিশ্বাস করে। এদের দেবতার নাম ভদু। কিছু পালন করে খ্রিষ্টধর্ম। ইসলাম ধর্মের অনুসারীও আছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা