২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
উ জ বে কি স্তা নে র রূ প ক থা

মৎস্য কুমার

-

(গত দিনের পর)
তুমি তো পারবে না আমার মতো কোনো সাগর পাড়ের এক জেলের এক জীর্ণ কুটিরে গিয়ে বসবাস করতে। একদিকে তুমি, অন্যদিকে আমার বাবা। কী করব আমি এখন? তোমাকে গ্রহণ করে কী ভুলটাই না করেছি আমি।
খান সাহেবের মেয়ে বলে, তুমি কোনো ভুল করোনি। তুমি তোমার কাজের পুরস্কার গ্রহণ করেছ মাত্র। তোমাকে সুখী দেখতে পাওয়াই আমার জীবনের ব্রত। এর জন্য যে কোনো জীবনই আমি বেছে নিতে পারি। তুমি সুখে থাকলে দরিদ্রতা আমাকে স্পর্শ করতে পারবে না। কিন্তু এমন উত্তাল সাগর আমরা পাড়ি দেব কিভাবে? আমাদের এই দ্বীপে তো কোনো নৌকা নেই?
খানকন্যার এ কথা শুনে জেলেপুত্র বলে, সাগর পাড়ি দেবার উপায় জানা আছে আমার। তুমি যদি আমার দেশে যেতে চাও, সাগর পাড়ি দেবার জন্য প্রস্তুত হও। আমি আসছি। (চলবে)

 


আরো সংবাদ



premium cement