মৎস্য কুমার
- শেখ আবদুল্লাহ নূর
- ১২ মে ২০২৪, ০০:০৫
(গত দিনের পর)
একদিন খানকন্যা তার স্বামীকে জিজ্ঞেস করে, আমি তোমাকে কিভাবে যে বলি কথাটা।
জেলেপুত্র বলে, কী কথা?
আজ বড় মনে পড়ে আমার জন্মভূমি সেই সোনালী দ্বীপের কথা। সেখানে আমার বৃদ্ধ বাবা একা একা পড়ে আছেন। আমি ছাড়া তার যে আর কেউ নেই। বৃদ্ধ বাবা আর ক’টা দিনইবা বাঁচবেন। এই সময়টা যদি আমি তার পাশে না থাকি, তাহলে বেঁচে থেকে আমার কী লাভ? বাবার কথা মনে হলে হৃদয় আমার ভারাক্রান্ত হয়ে পড়ে। আহা, যদি আমি বাবার কাছে ফিরে যেতে পারতাম! কিন্তু - -
কিন্তু - - ? খানকন্যা জিজ্ঞেস করে, কিন্তু কী?
জেলেপুত্র আবার বলতে শুরু করে। তুমি খান সাহেবের মেয়ে। বিলাসী জীবন তোমার। দাস-দাসী পরিবেষ্টিত তোমার নিত্যদিন। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা