০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`
জানা অজানা

মেহেদির গুণ

-

ছোট্ট বন্ধুরা,
তোমরা নিশ্চয়ই মেহেদি চিনে থাকবে। এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ঔষধি গাছ। এর পাতা ওষুধ তৈরি করতে ব্যবহার করা হয়। এতে রয়েছে কাউমারিন ও লাওসন। মেহেদি পচন রোধ ও ব্যাকটেরিয়া প্রতিরোধ করে। এটি রোগ-পরবর্তী স্বাস্থ্য পুনরুদ্ধারে ব্যবহার করা যায়। রক্ত পরিষ্কারক ও সংকোচক হিসেবেও মেহেদির কদর আছে। বড় হয়ে তোমরা হয়তো এ বিষয়ে আরো বেশি জানবে। মেহেদির ইংরেজি তো তোমরা জানোই -ঐবহহধ. এবার ছবি দেখো, কেমন? - ইমরুল হাসান

 


আরো সংবাদ



premium cement