২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
উ জ বে কি স্তা নে র রূ প ক থা

মৎস্য কুমার

-

(গত দিনের পর)
তারপর বললেন, হ্যাঁ, অতি মূল্যবান পুরস্কারটিই অপেক্ষা করছে তোমার জন্য, বৎস। আমার চোখের মণি, আমার মেয়েটিকেই দান করব তোমাকে। তার সাথেই বিয়ে হবে তোমার। সেই সাথে এই রাজ্যের ভবিষ্যৎ খান বানিয়ে দেবো তোমাকে। দোয়া করছি, সুখে শান্তিতেই কাটবে তোমাদের জীবন।
পরের দিনই জেলেপুত্রের সাথে খানকন্যার বিয়ে হয়ে যায়। বিয়েতে প্রচুর গানবাজনা ও আনন্দ উৎসব হয়। মোগলাই খানা খাওয়ানো হয় মেহমানদের।
বিয়ের পর দু’মাস কেটে যায় খানপ্রাসাদে। খানকন্যা লক্ষ্য করে, তার স্বামী যেন কেমন মনমরা হয়ে থাকে সারাক্ষণ। মনে হচ্ছে, এই খানপ্রাসাদে সে সুখে নেই। চোখে মুখে একটি উদাস করুণ দৃষ্টি ফুটে থাকে তার সবসময়। (চলবে)


আরো সংবাদ



premium cement