মৎস্য কুমার
- শেখ আবদুল্লাহ নূর
- ০৫ মে ২০২৪, ০০:০০
(গত দিনের পর)
সেই মাছগুলো পিঠে করে তোমার নৌকাকে ভিড়িয়ে দিয়েছিল এই দ্বীপে। এরপর আমি বাবার অনুমতি নিয়ে তোমাকে সাহায্য করতে এই দ্বীপে আসি। আসার সময় ঠিক তোমার মতোই নিজের চেহারাকে বানিয়ে নিই এবং এখানে এসে তোমার বন্ধু হয়ে যাই। এখন সময় এসেছে আমার সাগরে ফিরে যাবার। তোমার হাতে পরিয়ে দেয়া এই আংটি নিয়ে তুমি চলে যাও খানের কাছে এবং তার প্রতিশ্রুত পুরস্কারটি গ্রহণ করো বন্ধু।
মৎস্য কুমার বলে, যাবার আগে আমি তোমাকে আরেকটি কথা বলে যাই। কখনো যদি আমার সাহায্যের প্রয়োজন হয়, তাহলে একটি কাজ করো বন্ধু। সাগরকূলে চলে যেও। গিয়ে আমাকে ‘মৎস্য কুমার’ বলে পরপর তিনবার ডাকবে। আমি সাগর থেকে তোমার ডাক শুনতে পাবো। উঠে আসব কিনারে।
(চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা