২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ইবনুল ইয়াসিমিনি কাহিনী

-

বলছি ইবনুল ইয়াসিমিনির কথা। তিনি ইসলামি সোনালি যুগের বিশিষ্ট মনীষী । গণিত কাব্যে তিনি অবদান রাখেন। এক সময় অঙ্কশাস্ত্রে কাব্যপ্রীতি দেখা যেত শুধু ভারতীয় উপমহাদেশে। ইয়াসিমিনি এ দিক দিয়ে ব্যতিক্রম। তিনি কবিতায় একটি অসাধারণ বীজগণিত রচনা করে খ্যাতি অর্জন করেন। বলা হয়, সাধারণত নীরস বিজ্ঞান ও সরস কাব্য- এ দু’টি সংমিশ্রণ করলে দু’টিই হয়ে যায় নিম্ন মানের। এ কারণেই হয়তো তার কাব্য বীজগণিত মৌলিকতায় তেমন উন্নত হয়নি। কিন্তু তার কাব্যের সুমধুর সুধা পাঠকের মনে গভীর দাগ কাটে। মধুর রসের কারণেই তার কাব্য বীজগণিত জনপ্রিয়তা পায়।
ইবনুল ইয়াসিমিনির গণিত কাব্য আরজুজা নামে পরিচিত। এ কাব্যের কারণেই তিনি মহীয়ান; এ জন্যই তিনি বিশ্বের প্রতিভাবান ব্যক্তিদের একজন। এ বইয়ের কয়েকটি পা-ুলিপি এখনো টিকে আছে।
আফ্রিকার বর্তমান মরক্কোয় তার জন্ম। তার জন্মতারিখ জানা যায় না। আনুমানিক ১২০৩ থেকে ১২০৫ সালের মধ্যে তিনি ইন্তেকাল করেন।
বিশ্বসভ্যতায় অবদান রাখার জন্য এখনো তিনি স্মরণীয় ও বরণীয়।


আরো সংবাদ



premium cement