মৎস্য কুমার
- শেখ আবদুল্লাহ নূর
- ২৮ এপ্রিল ২০২৪, ০০:০৫
(গত দিনের পর)
তরুণ যুবকটি চলে আসে খানকন্যার খাস কামরা থেকে। এরপর সে সোজা চলে যায় খানপ্রাসাদের বাইরে। যেখানে তার তরুণ জেলে বন্ধু অপেক্ষা করছে। খুশি ও আনন্দে তাকে জড়িয়ে ধরে বলে, ভাগ্য তোমার খুলে গেছে বন্ধু। খানকন্যা কথা বলেছে। এবার তোমার পুরস্কার নেবার পালা। এরপর সে তার জেলে বন্ধুর কাছে কী ঘটেছিল সব খুলে বলে। কিভাবে গল্প বলেছিল, কিভাবে মেয়েটিকে ভয় দেখিয়ে কথা বলতে বাধ্য করেছিল, সবকিছু খুলে বলে সে তার জেলে বন্ধুকে।
এরপর খানকন্যার কাছ থেকে পাওয়া উপহার হীরার আংটিটি তার বন্ধুর হাতে পরিয়ে দিয়ে বলে, এই নাও বন্ধু, এই হীরার আংটিটি নিয়ে তুমি চলে যাও খান সাহেবের কাছে। এই আংটিটি দেখালেই তিনি তোমাকে পুরস্কৃত করবেন। একই চেহারা আমাদের, কণ্ঠস্বরও আমাদের একই। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা