২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
উ জ বে কি স্তা নে র রূ প ক থা

মৎস্য কুমার

-

(গত দিনের পর)
এই বলে মেয়েটি আছড়ে মাটিতে পড়ে যায়। ঠিক তখনি একটি সাদা রঙের সাপ বের হয়ে আসে মেয়েটির মুখ থেকে। সেটি ফণা তোলে মেয়েটিকে ছোবল মারতে যায়। সঙ্গে সঙ্গে তরুণ ছেলেটি তরবারির এক কোপে সাপটি দু’ভাগ করে ফেলে। মরে যায় সাপটি।
স্বস্তির নিঃশ্বাস ফেলে মেয়েটি। চোখ তার অশ্রুসিক্ত হয়। সে বলে, এই সাপটিই এতদিন আমাকে কথা বলতে দেয়নি। কথা বললেই সে আমাকে ছোবল দিয়ে মেরে ফেলবে, এমন ভয় দেখিয়েছে। ধন্যবাদ হে যুবক, তোমাকেই ভালোবাসলাম আমি। এই নাও আমার হাতের আংটি।
মেয়েটি তার হাত থেকে নিজের হীরার আংটিটি খুলে যুবকের হাতে পরিয়ে দেয়। তারপর বলে, আংটিটি নিয়ে তুমি আমার বাবার কাছে যাবে। এটি দেখতে পেলে তিনিই তোমাকে পুরস্কৃত করবেন।
(চলবে)

 

 


আরো সংবাদ



premium cement