২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পেন্ডল পাহাড়ের কথা

-

বলছি ইউরোপের একটি পাহাড়ের কথা, যার নাম পেন্ডল । এ পাহাড়কে মনে হয় রহস্যঘেরা; চিক চিক রোদ কিংবা কুয়াশায় ঢাকা দিন- সব সময়ই । পাহাড়টির অবস্থান ব্রিটেনের সবচেয়ে বড় প্রদেশ ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ারের উত্তর-পূর্বে। সাগরসমতল থেকে এ পাহাড়ের উচ্চতা ৫৫৭ মিটার। এর কাছের শহরগুলো হচ্ছে- বার্নলি, নেলসন, কোলনে, ক্লিথেরো ও প্যাডিহাম। এলাকাটি পেন্ডলসাইড নামে পরিচিত।
পেন্ডল একটি নির্জন পাহাড়। পূর্ব দিকে এটি পেনিনেস পর্বতমালা থেকে বিচ্ছিন্ন। আর উত্তর-পশ্চিম দিকে বিচ্ছিন্ন বাউল্যান্ড বন থেকে। ইয়র্কশায়ার ডেলস জাতীয় উদ্যানের দক্ষিণ-পশ্চিমে মোহনীয় রূপ নিয়ে পেন্ডল দাঁড়িয়ে আছে। মনে হয়, হাতছানি আর আঁখি ইশারায় সবাইকে ডাকছে।
পেন্ডল পাহাড় এলাকায় বেশ বৃষ্টি হয়। এ বৃষ্টিতে মোহিত হয়ে অনেক লেখক বৃষ্টি ও পেন্ডল নিয়ে লিখেছেন।
১৫৬২ সালে জর্জ ফক্স দাবি করেন, আগের বছরগুলোয় ধর্মীয় বন্ধুসভা নিয়ে এ পাহাড়ের শীর্ষে অবস্থানকালে তিনি অন্তর্দৃষ্টি লাভ করেন। তিনি বলেন, তারা ভ্রমণ করলেন এবং একটি বড় পাহাড়ের কাছে এলেন, যাকে বলা হয় পেন্ডল পাহাড়। এটি বেশ উঁচু।
অনেক মানুষ বিশ্বাস করেন, এ পাহাড়ে ডাইনি আছে। পেন্ডলের ডাইনিদের নিয়ে নানা গল্পও প্রচলিত আছে। তবে বেশির ভাগ মানুষ এ ধারণাকে কুসংস্কার বলে মনে করেন। কুসংস্কারে মন না দেয়াই ভালো।


আরো সংবাদ



premium cement