মৎস্য কুমার
- শেখ আবদুল্লাহ নূর
- ২৪ এপ্রিল ২০২৪, ০০:০৫
(গত দিনের পর)
এ কথা শুনে খানকন্যা নিজের আসন থেকে ওঠে দাঁড়ায়। তার চোখ মুখ ও চোখের পাপড়ি আন্দোলিত হয়। মৃদ্যু হাসির একটি আভা ছড়িয়ে পড়ল তার ঠোঁটে। কিন্তু না, একটি কথাও সে উচ্চারণ করল না। হঠাৎ সে নিজের হাতের তর্জনি দিয়ে নিজের ঠোঁট চেপে ধরল এবং মাথা ঝাঁকাল। অর্থাৎ সে কোনো কথা বলবে না।
এ অবস্থায় তরুণ যুবকটি ভীষণ ক্ষেপে যায়। সে চিৎকার দিয়ে বলে, তোমার জন্য যদি আজ আমাকে মারা যেতে হয় তাহলে, মনে রেখো এই তরবারি দিয়ে আমি এক্ষণি তোমার গর্দান কেটে নেব। এই বলে সে কোমরে ঝুলিয়ে রাখা তার তলোয়ার বের করে এবং হাতে নিয়ে হাওয়ায় কয়েকবার তরবারি চালায়।
যুবকটির এমন রাগান্বিত চেহারা দেখে মেয়েটি এবার ভয়পায়। ভয়ে সে তখন চিৎকার দিয়ে বলে, ‘না আমাকে মেরো না।’ (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা