২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
জানা-অজানা

কলম

-

ছোট্ট বন্ধুরা,
তোমরা সবাই কলম চেনো এবং ব্যবহার করো। কলমের অপর নাম লেখনী। বর্তমান যুগে সাধারণত কলম তৈরি করা হয় প্লাস্টিক ও স্টিল ব্যবহার করে। অন্য উপকরণের কলমও আছে। কলম সাধারণত দু’ধরনের- ঝরনা কলম (ফাউন্টেন পেন) ও বলপয়েন্ট পেন বা বলপেন। আমরা যে সাধারণ কলম দিয়ে লিখি তা মানে ভালো এবং দামেও বেশ সস্তা। বিশ্বে মূল্যবান ধাতু দিয়ে কলম তৈরি করার প্রচলনও আছে। এগুলোর দাম এতই বেশি যে, তা সাধারণ মানুষের নাগালের বাইরে। বেশি দামের কলমকে তোমরা শৌখিন কলম বলতে পারো, কারণ এগুলো দিয়ে না লিখলেও সমস্যা নেই। কারো অসুবিধাও হবে না।
এবার ছবি দেখো।


আরো সংবাদ



premium cement