মৎস্য কুমার
- শেখ আবদুল্লাহ নূর
- ২১ এপ্রিল ২০২৪, ০০:০৫
(গত দিনের পর)
পালকগুলো সে পাখিটির কাছে রাখে। এদিকে আমি করলাম কী, সেই পালকগুলো একটি একটি করে ওই খোদাই করা পাখির গায়ে বসিয়ে দিতে লাগলাম। এতে করে পাখিটি আরো সুন্দর ও জীবন্ত হয়ে ওঠে।
ঠিক তখন বনের ভিতর থেকে অন্য একটি পাখি অচেনা স্বরে ডেকে ওঠে। টিউ টিউ টিউ, টিট টি টিউ। আর তখনি ঘটে অবাক করা এক ঘটনা। আমার হাত থেকে আমাদের বানানো পাখিটি ফুরুৎ করে উড়ে চলে যায় বনের ভিতরে সেই অচেনা স্বরে ডেকে ওঠা পাখিটির কাছে। এরপর পাখিটিকে আর খুঁজে পাইনি আমরা।
পাখিটি চলে যাবার পর আমাদের তিন ভাইয়ের মধ্যে ঝগড়া বেঁধে যায়। পাখিটি কার স্পর্শে জীবন্ত হয়ে ওঠে- এই নিয়ে ঝগড়া। বড় ভাই বলে, পাখিটি তার কারণেই জীবন্ত হয়ে উঠেছে। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা