২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
গল্পকথা

রিশা রাফির দিনগুলো

-

উনত্রিশ.

শাঁ শাঁ শব্দ করে ট্রেন ছুটে চলল। রিশা, রাফি মুগ্ধ হয়ে দেখতে থাকল! সবুজ সৌন্দর্য। ধানক্ষেত, পাটক্ষেত, বয়ে চলা নদী। রাফি বলল, কত সুন্দর! রিশা বলল, সত্যিই সুন্দর! আমরা এতদিন বঞ্চিত হয়েছি। মা ধমকের সুরে বললেন, এতকিছু পাওয়ার পরেও বলছ বঞ্চিত হয়েছ? বাবা বললেন, ওরা কখনো গ্রামে যায়নি। ট্রেনেও চড়েনি। তাই এমন বলেছে। বাবা রিশা, রাফির দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বললেন, কিন্তু তোমাদের এভাবে বলা উচিত নয়। রিশা, রাফি একে অপরের দিকে তাকিয়ে চোখের ভাষায় বলল, সবসময়ই শুধু শাসন আর শাসন।

মাকে দেখে মামা এক প্রকার জড়িয়ে ধরে বললেন, এতদিন পর ছোট ভাইকে মনে পড়ল? মা হাসি দিয়ে বললেন, মনে সব সময়ই পড়ে। ব্যস্ততার জন্য আসা হয় না আর কি। বাবা রিশা, রাফিকে দেখিয়ে বললেন, তোমার একমাত্র ভাগ্নে-ভাগ্নি। মামা ওদের গাল টিপে দিয়ে বললেন, অনেক বড় হয়ে গেছিস। শহর থেকে মেহমান এসেছে দেখেই মামী আয়োজন শুরু করলেন। সুমিতা আর সুমন দৌড়ে এলো। রিশা, রাফি ওদের দিকে তাকিয়ে বলল, আমাদের চিনতে পেরেছিস? সুমিতা আর সুমন ফিক করে হাসি দিয়ে বলল, তোমাদের চিনতে পারব না আবার? আমাদের একমাত্র ফুফাতো ভাই- বোন। রিশা, রাফি ওদের দিকে তাকিয়ে হাসি বিনিময় করল। আমাদের একমাত্র মামাতো ভাই-বোন। (চলবে)


আরো সংবাদ



premium cement