রিশা রাফির দিনগুলো
- সারমিন ইসলাম রত্না
- ১৭ এপ্রিল ২০২৪, ০০:৫২
সাতাশ.
শহর ছেড়ে শান্তপুর : পাখিদের কিচিরমিচির গানে রাফির ঘুম ভাঙল। রাফি হাই তুলে চোখ মেলে তাকাল। ঘুম ঘুম অনুভূতিতে বোঝার চেষ্টা করল। কিচিরমিচির পাখির গান কোথা থেকে আসছে? হঠাৎ মনে পড়তেই রাফি হেসে ফেলল। রিশা জানালা খুলে দিলো। ভোরের মিষ্টি বাতাস ঘরে প্রবেশ করল। একঝাঁক পাখি কিচিরমিচির করতে করতে মাতিয়ে তুলল আকাশ। সবুজ পাতায় শিশিরের ফোঁটাগুলো নরম আলোয় চিকচিক করছে। লাল মোরগ কুক্কুরো কুক ডাকছে। মুরগির খোঁয়াড় খুলে দিতেই মুরগিরা কক কক করতে করতে ছড়িয়ে ছিটিয়ে গেল। রিশা মুগ্ধ হয়ে বলল, আহ! কী সুন্দর! রাফি মুগ্ধ হয়ে দেখতে থাকল! অবাক করা এই সকাল। রিশা রাফির মনে হচ্ছে রূপকথার দেশে এসেছে।
এই যে ভাইয়া এতক্ষণে ঘুম থেকে উঠলে। নাস্তা শেষ হয়ে যাবে। সুমনের কথায় রাফি চমকে উঠল! সুমন দুষ্টুমি মাখা হাসি দিয়ে বলল, শুধু সকাল দেখলেই হবে? আরো অনেক কিছু দেখার বাকি। সুমন এই বলেই সাবান, ব্রাশ আর তোয়ালে এগিয়ে দিলো। রাফি অবাক হয়ে বলল, তোর সঙ্গে টয়লেটে যাব নাকি? সুমন বলল, আমার সঙ্গেই যেতে হবে। বাঁশের টয়লেট। হি হি। রাফি চোখ কপালে তুলল।
সুমিতা চুরির রিনিঝিনি শব্দ করে ঘরে ঢুকল। রিশার কাঁধে হাত রেখে বলল, আপু, তুমি, আমি একসঙ্গে ঘুমিয়ে ছিলাম। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা