২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
উ জ বে কি স্তা নে র রূ প ক থা

মৎস্য কুমার

-

(গত দিনের পর)

বৃদ্ধ মেষপালক বললেন, তোমাদের দেখতে তো বেশ বুদ্ধিমান মনে হয়। তোমরা সেই খান সাবের বাড়ি গিয়ে নিজেদের ভাগ্য পরীক্ষা করে আসতে পারো। আমার ধারণা, তোমাদের কপাল খুলে যেতে পারে হয়তো।
বৃদ্ধের কথা শুনে যুবক দুটি অবাক হয়। তারাও সিদ্ধান্ত নেয়, খান সাহেবের বাড়ি যাবে তারা। নিজেদের ভাগ্য পরীক্ষা করে আসবে। হয় এসপার, না হয় ওসপার।
তিন দিনের যাত্রা শেষে তারা দুই বন্ধু সেই খান সাহেবের প্রাসাদে গিয়ে ওঠে। সোজা চলে যায় তারা প্রাসাদের সিংহ দরজায় কাছে। এবার দ্বীপের নতুন যুবকটি তার বন্ধু জেলে যুবককে বলে, বন্ধু, আগে আমি গিয়ে দেখি। খানের কন্যার মুখে কথা বলাতে পারি কিনা। যদি সফল হই এবং খানের কাছ থেকে পুরস্কার পাই সেটি আমরা দু’জনে সমান ভাগ করে নেব। (চলবে)

 

 


আরো সংবাদ



premium cement