০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`
উ জ বে কি স্তা নে র রূ প ক থা

মৎস্য কুমার

-

(গত দিনের পর)
মেষপালক বৃদ্ধ বলেন, শুনো তাহলে। বলছি সেই কাহিনী। ওই খান সাহেবের একটি মাত্র মেয়ে। রূপে গুণে অনন্যা। হাসি আনন্দ কথাবার্তায় মাতিয়ে রাখত সে সবাইকে। কিন্তু একদিন কী হলো, মেয়েটি কথা বলা বন্ধ করে দিল। যেন মুখে কুলুপ এঁটে রেখেছে কেউ। সেই থেকে আজ পর্যন্ত মেয়েটি কোনো কথা বলে না। আগের মতো হাসি তামাশাও করে না কারো সাথে। অনেক চেষ্টা করা হয়েছে। কিন্তু কেউ তাকে কথা বলাতে পারেনি। খান সাহেব অবশেষে ঘোষণা করলেন, তার মেয়েকে যে কথা বলাতে পারবে তাকে খুবই মূল্যবান এক পুরস্কার দেবেন তিনি। এমন পুরস্কার, যা কেউ কোনো দিন পায়নি। আর যদি কেউ এসে চেষ্টা করেও তাকে কথা বলাতে না পারে, তাহলে তার গর্দান কেটে নেয়া হবে। কত যুবক যে চেষ্টা করতে গিয়ে জীবন বিসর্জন দিয়েছে। আহারে হতভাগা যুবকেরা।
(চলবে)


আরো সংবাদ



premium cement

সকল