০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`
গল্পকথা

রিশা রাফির দিনগুলো

-

বিশ.
রাতে খাবারের  টেবিলে বাবা ওদের ডাকলেন। বাবা  চেয়ার  দেখিয়ে বললেন,  তোমরা আমার মুখোমুখি  চেয়ারে বসো। ওরা বাবার মুখোমুখি  চেয়ারে বসল। ওরা বাবার  চোখের দিকে তাকাতে পারছে না।  চোখ  থেকে  যেন আগুন ঝরছে। মা বললেন, রিশা-রাফি  তোমরা শান্ত হও।  তোমাদের বাবা কী বলেন তা মন দিয়ে  শোনো। বাবা গম্ভীর কণ্ঠে বললেন,  তোমরা ছাদে গাছ লাগিয়েছ আমি জানি। আমার কাছ  থেকে দূরে দূরে থাকার চেষ্টা করছ তাও বুঝতে  পেরেছি। আমি  তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করেছি। তাই  তোমাদের জন্যই এ বাড়িটি তৈরি করেছি। বাড়ির ছাদ গাছ লাগানোর জন্য উপযুক্ত নয়। আমার বয়স হয়েছে। এখন এটা রক্ষা করার দায়িত্ব শুধুই  তোমাদের।  তোমরা আগামীকালই গাছগুলো সরিয়ে  ফেলবে। রিশা, রাফির খুব কান্না পাচ্ছে। বহু কষ্টে  সেই কান্না ধরে রাখার  চেষ্টা করছে। মা বললেন, মন শক্ত করো।  তোমাদের বাবা বহু কষ্ট করে, অনেক পরিশ্রম করে বাড়িটি  তোমাদের জন্যই তৈরি করেছেন।  সেটা  তোমাদের বুঝতে হবে।  তোমরা বাবার পরিশ্রমের মূল্য দিতে পারবে না কিন্তু তাকে সম্মান জানাতে পারবে। রিশা, রাফি মুখ নিচু করে বলল, ঠিক আছে।  তোমরা যা বলছ আমরা তা করব। বলতে গিয়ে ওদের মন  ভেঙে চুরমার হয়ে  গেল। কিন্তু  সেটা  কেউই বুঝতে পারল না।
(চলবে)


আরো সংবাদ



premium cement
সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনাকে ফিরিয়ে আনা সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে : প্রধান উপদেষ্টা খাদ্যগুদাম তৈরিতে পরামর্শক খরচই ২৯০ কোটি টাকা তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলের রায় বহাল সফটওয়ার শিল্পে কর্মসংস্থান ও বিদেশী মুদ্রা হারানোর শঙ্কা তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : সালাহউদ্দিন বাধ্যতামূলক ছুটি ৬ ব্যাংকের এমডিকে ভয়ঙ্কর রূপে তালিকাভুক্ত ৯৭৯ ছিনতাইকারী ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ সেন্টমার্টিন রক্ষায় বিশ্বমানের উদ্যোগ আরামকোর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বাংলাদেশে স্বাগত জানানো হয়নি : সৌদি রাষ্ট্রদূত

সকল