০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`
গল্পকথা

রিশা রাফির দিনগুলো

-

বিশ.
রাতে খাবারের  টেবিলে বাবা ওদের ডাকলেন। বাবা  চেয়ার  দেখিয়ে বললেন,  তোমরা আমার মুখোমুখি  চেয়ারে বসো। ওরা বাবার মুখোমুখি  চেয়ারে বসল। ওরা বাবার  চোখের দিকে তাকাতে পারছে না।  চোখ  থেকে  যেন আগুন ঝরছে। মা বললেন, রিশা-রাফি  তোমরা শান্ত হও।  তোমাদের বাবা কী বলেন তা মন দিয়ে  শোনো। বাবা গম্ভীর কণ্ঠে বললেন,  তোমরা ছাদে গাছ লাগিয়েছ আমি জানি। আমার কাছ  থেকে দূরে দূরে থাকার চেষ্টা করছ তাও বুঝতে  পেরেছি। আমি  তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করেছি। তাই  তোমাদের জন্যই এ বাড়িটি তৈরি করেছি। বাড়ির ছাদ গাছ লাগানোর জন্য উপযুক্ত নয়। আমার বয়স হয়েছে। এখন এটা রক্ষা করার দায়িত্ব শুধুই  তোমাদের।  তোমরা আগামীকালই গাছগুলো সরিয়ে  ফেলবে। রিশা, রাফির খুব কান্না পাচ্ছে। বহু কষ্টে  সেই কান্না ধরে রাখার  চেষ্টা করছে। মা বললেন, মন শক্ত করো।  তোমাদের বাবা বহু কষ্ট করে, অনেক পরিশ্রম করে বাড়িটি  তোমাদের জন্যই তৈরি করেছেন।  সেটা  তোমাদের বুঝতে হবে।  তোমরা বাবার পরিশ্রমের মূল্য দিতে পারবে না কিন্তু তাকে সম্মান জানাতে পারবে। রিশা, রাফি মুখ নিচু করে বলল, ঠিক আছে।  তোমরা যা বলছ আমরা তা করব। বলতে গিয়ে ওদের মন  ভেঙে চুরমার হয়ে  গেল। কিন্তু  সেটা  কেউই বুঝতে পারল না।
(চলবে)


আরো সংবাদ



premium cement
সিদ্ধিরগঞ্জে শেখ রেহানা-জয়-পুতুলের বিরুদ্ধে মামলা পূর্ব সুন্দরবনের শেলারচরে শীতে জেলের মৃত্যু সাবেক প্রতিমন্ত্রী শরীফ ও বক্ষব্যাধির কর্মকর্তা সাজ্জাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ আগরতলায় ফিরলেন সহকারী হাইকমিশনার কাঁটাতারের বেড়া দিতে বাধা বিজিবির, বিএসএফকে সহায়তায় এলো স্থানীয়রা জাস্টিন ট্রুডো : উত্থান ও উত্তরাধিকার পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট চালু চিরিরবন্দরে তুলার গুদামে আগুন গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব প্রদানের নির্দেশ রূপগঞ্জে পুলিশ পরিচয়ে দুই প্রবাসীর গাড়িতে ডাকাতি কক্সবাজারে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

সকল