মৎস্য কুমার
- শেখ আবদুল্লাহ নূর
- ২০ মার্চ ২০২৪, ০০:০৫
(গত দিনের পর)
বিকেল বেলায় খান সাব আয়েশী ভঙ্গিতে তার দহলিজে বসে হুঁকো ফুঁকছিলেন। আশপাশে ছিল তার খাস নওকর, নায়েক, পেয়াদা ও নাজির।
ঠিক সেই মুহূর্তে বৃদ্ধ জেলে তার দহলিজে গিয়ে হাজির। জেলেকে খান সাব আগে থেকেই চেনেন। অনেক মাছ কিনেছেন তিনি এই বৃদ্ধ জেলের কাছ থেকে। জেলেটি করজোড়ে সালাম দিয়ে খান সাবকে বলে, জাঁহাপনা, আজ ভাগ্য আমার বড়ই সুপ্রসন্ন। সাগর থেকে বড় এক মাছ ধরেছি। সোনা রঙের মাছ। দেখতে যেমনি সুন্দর, তেমনি মাছের গায়ের রঙ।
স্বাদেও ভীষণ রকমের মজাদার হবে নিশ্চয়ই। মাছটি আমার নৌকার পানিতে জিইয়ে রেখেছি। আপনি যদি দয়া করে একবার আসতেন! যদি মাছটি একবার দেখতেন, নিশ্চয়ই বড় ভালো লাগবে আপনার। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা