২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
চী ন দে শে র রূ প ক থা

নয় মাথাওয়ালা বাজপাখি

-

(গত দিনের পর)
রাজা মনে মনে বলেন, ছেলেটির সৌম্য চেহারায় তার মনের সরলতাই ফুটে উঠেছে। নিশ্চয় এই ছেলেটিই আমার কন্যার উপযুক্ত পাত্র। কিন্তু মুখে তিনি তার মেয়েকে বলেন, এই ছেলেই যে তোমাকে উদ্ধার করেছে তার প্রমাণ কী?
রাজকন্যা তার বাবাকে সেই আধেক চুলের কাঁটা ও রুমালের টুকরো দুটো দেখায়। তারপর নিজের কাছে থাকা বাকি আধেকটাও দেখায় রাজাকে। তারপর বলে, এই দেখুন বাবা, কূপ থেকে উঠে আসার সময় এই দুটো জিনিস আমি এই ছেলের কাছে আমানত রেখে এসেছিলাম। আপনি এবার মিলিয়ে দেখুন।
এরপর প্রমাণের আর কিছু বাকি রইল না। মহা ধুমধামে বিয়ে হয়ে গেল রাখাল ছেলের সাথে রাজকন্যার। আর প্রতারক সেই যুবকটিকে নিক্ষেপ করা হলো রাজার অন্ধ কারাগারে।
(সমাপ্ত)


আরো সংবাদ



premium cement